ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুটি জরুরি নির্দেশনা
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রাক্কালে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় বিশেষ যান চলাচল ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ১৪ ডিসেম্বর সকাল ৩টা থেকে ৯:৩০ মিনিট পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিক ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এই সময় মিরপুর মাজার রোডের (মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত) যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
আরও পড়ুন: ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত
ডিএমপি জানায়, ভোগান্তি কমাতে সকল প্রকার যানবাহন—বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, রিকশা ও ভ্যান—নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করবে।
বিকল্প রুটসমূহ:
আরও পড়ুন: ৬ পুলিশ সুপারকে ডিএমপিতে বদলি
১. আশুলিয়া থেকে বেড়িবাঁধ হয়ে মিরপুরগামী যানবাহন: নবাবেরবাগ ক্রসিং-গুদারাঘাট-রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক)।
২. মাজার রোড ক্রসিং হয়ে শাহআলী মাজার এলাকা: টেকনিক্যাল মোড়-আনসার ক্যাম্প-বাংলা কলেজ-মিরপুর-১ নম্বর সড়ক।
৩. মিরপুর-১০ থেকে মিরপুর-১ হয়ে গাবতলী যানবাহন: মিরপুর-১ থেকে ডানে তানিন গ্যাপে ইউ-টার্ন-নবাবেরবাগ/দিয়াবাড়ি ক্রসিং-ব্রাদার্স গ্যাপ-গাবতলী রুট।
৪. গাবতলী থেকে ঢাকামুখী যানবাহন: ব্রাদার্স গ্যাপ-বামে টার্ন-বেড়িবাঁধ-দিয়াবাড়ি-নবাবেরবাগ-গুদারাঘাট-রাইনখোলা ক্রসিং।
৫. দারুসসালাম থানা এলাকা: গোলারটেক-পালপাড়া ঘাট-গাবতলী বেড়িবাঁধ-দিয়াবাড়ি-নবাবেরবাগ ক্রসিং।
১৬ ডিসেম্বর সকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় বিশেষ যান চলাচল ব্যবস্থা কার্যকর থাকবে। গাবতলী থেকে সাভারগামী যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড, আর্মি হাউস জংশন ও আর্নল্ডিয়া সড়ক দিয়ে চলাচল করবে। কল্যাণপুর ও টেকনিক্যাল জংশি থেকে ঢাকার বাইরে যাওয়ার যানবাহন টেকনিক্যাল জংশি থেকে ডানে টার্ন করে মিরপুর-০১ নং রোড ও দিরাবাড়ি জংশি হয়ে চলাচল করবে। অরিচা থেকে আমিন বাজার হয়ে নবীনগরমান্ধ্য যানবাহন নবি নগর বাজারের বামে টার্ন করে আর্নল্ডিয়া হয়ে যাবে। টায়ারহিল থেকে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর–গাজীপুর চৌরাস্তা–টঙ্গী রুটে চলবে।
ডিএমপি নাগরিক, যানবাহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করেছে যাতে উভয় দিবসের অনুষ্ঠানের সময় চলাচল স্বাভাবিক ও নিরাপদ থাকে।





