চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের প্রশংসনীয় উদ্যোগ
চাঁদপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট কমাতে পুলিশ সুপার (এসপি) রবিউল হাসানের নির্দেশনায় ট্রাফিক বিভাগ কয়েকটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করছে। রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ হকার উচ্ছেদ, অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং শব্দদূষণ প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর কুমার দাশ।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে গাড়িবহরে হামলার প্রতিবাদে জেএসডি প্রার্থীর সংবাদ সম্মেলন
এসপি’র বিশেষ নির্দেশনায় সপ্তাহখানেক আগে দায়িত্ব নেওয়া নবাগত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর দাশ এসব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। তার তদারকিতে শহরের বিভিন্ন সড়কে প্রতিদিনই অভিযান পরিচালিত হচ্ছে। এতে পথচারী এবং স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসছে।
টিআই প্রবীর কুমার দাশ গণমাধ্যমকে জানান, এসপি মহোদয়ের কঠোর নির্দেশনায় আমরা অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করছি। পাশাপাশি রাস্তায় মোটরসাইকেলের অনাকাঙ্ক্ষিত সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছি। এসব সাউন্ড সিস্টেম পরিবেশে শব্দদূষণের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ আর বেঁচে নেই
তিনি আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পরীক্ষামূলকভাবে রোড ডিভাইডার স্থাপন করেছি। এতে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। জনগণও বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও এমন ডিভাইডার স্থাপন করা হবে।
অন্যদিকে, রাস্তায় অবৈধভাবে বসে থাকা হকারদের উচ্ছেদেও কঠোর অবস্থান নিয়েছে ট্রাফিক বিভাগ। জনগণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সব মিলিয়ে চাঁদপুরে যানজট নিরসন, পরিবেশ রক্ষা এবং সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক বিভাগের এসব কার্যক্রম ইতোমধ্যে জনসাধারণের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। এবং এই ধরনের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করায় তাদের সাধুবাদ জানিয়েছে চাঁদপুরের শান্তিপ্রিয় মানুষ।





