মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার আর নেই
মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম ইন্তেকাল করেছেন। শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তার মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত সামরিক কর্মকর্তা ও দেশপ্রেমিক নেতৃত্বকে হারাল।
আরও পড়ুন: হাদির জানাজায় সংসদ ভবন এলাকায় ৮৭০ আনসার সদস্য মোতায়েন
এ কে খন্দকার মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা অর্জনে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। পরবর্তীকালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামরিক ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রের এই বীর সন্তানের আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আরও পড়ুন: সন্ত্রাস-সহিংসতার সংবলিত পোস্টের ব্যাপারে অভিযোগ করার আহ্বান





