তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে পুলিশের জরুরি নির্দেশনা

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৫ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণ কর্মীদের অবগতির জন্য জরুরী গণ বিজ্ঞপ্তি জারি করেছে। জনসাধারণের উদ্যোগ সংবর্ধনা সভায় যোগদান করা অতিরিক্ত জন আগমন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার সুবিধার্থে ঢাকার পুলিশ কমিশনার শেখ শাহজাদ আলীর স্বাক্ষরিত ১ গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টা ৫৫ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) হয়ে এভারকেয়ার হাসপাতাল অতিক্রম করে গুলশানের বাসভবনে যাবেন।

আরও পড়ুন: নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে পুলিশের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি

এ উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে বিপুল জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় যান চলাচল স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির প্রধান নির্দেশনাসমূহ

আরও পড়ুন: প্রথম আলো কার্যালয়ে হামলা: ১৫ আসামি কারাগারে

  • তারেক রহমানের গমনাগমনের সময় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তায় অভ্যর্থনাকারীদের গাড়িবহরের জন্য প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিতে হবে।
  • ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী–আব্দুল্লাহপুর এবং কুড়িল–মক্কল অংশে পূর্বাচল এক্সপ্রেসওয়ে এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
  • উত্তরা, মিরপুর, গুলশান, বাড্ডা ও প্রগতি স্মরণী এলাকার যানবাহনের জন্য একাধিক বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে।
  • হজযাত্রী ও বিদেশগামী যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
  • মিরপুর ও উত্তরাবাসীদের বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
  • অভ্যর্থনাকারীদের কোনো ব্যাগ, লাঠি বহন না করা এবং কোনো যানবাহন নিয়ে গাড়িবহরে যুক্ত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
  • মোটরসাইকেল নিয়ে গুলশান–বনানী–এয়ারপোর্ট সড়কে অবস্থান বা জনতার ভেতর দিয়ে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
  • জরুরি সেবার যানবাহন (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস) এসব নির্দেশনার বাইরে থাকবে।
  • বিদেশগামী যাত্রীদের এয়ার টিকিট সঙ্গে রাখতে হবে এবং তাদের সঙ্গে কোনো সহযোগী থাকবে না।
  • নতুন বাজার–গুলশান-২ সড়ক পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, জনস্বার্থে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।