বইমেলায় গাজী সাইফুলের প্রথম গল্পগ্রন্থ ’যদিও সে মানবী’

গাজী সাইফুলের প্রথম গল্পগ্রন্থ 'যদিও সে মানবী।' বইটি এবার অমর একুশে গ্রন্থমেলায় তৃতীয় চোখ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এবার বইমেলায় গল্পগ্রন্থটি ভালো সাড়া ফেলেছে। গল্পগ্রন্থটির প্রতি পাঠকের ভালোবাসা লেখককে মুগ্ধ করেছে।
গাজী সাইফুল এসময়ের একজন কথাসাহিত্যিক। উপন্যাস 'শেষ বিকেলের প্রণয় (২০১৬ সালে প্রকাশিত) দিয়ে তাঁর লেখালেখির যাত্রা শুরু হলেও ছোটগল্প লেখায়ও সমান সিদ্ধহস্ত।
আরও পড়ুন: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
শহরকেন্দ্রিক মধ্যবিত্ত জীবনের সামূহিক অবক্ষয় ভাষারূপ পেয়েছে তাঁর গল্পে। আধুনিক নাগরিক মধ্যবিত্তের অনন্বয়, অসংগতি আর হার্দ্য জটিলতা নিয়ে গল্প লিখেছেন গাজী সাইফুল। মধ্যবিত্তের পরাভব নিয়ে গল্প লিখলেও কাহিনির অন্তিমে তিনি নির্মাণ করেন উত্তরণের ব্যঞ্জনাময় ইঙ্গিত। তিনি তাঁর গল্পে উন্মোচন করেন মানব-অস্তিত্বে স্তরীভূত সংকট ও হৃদয়ের যত গোপন যন্ত্রণা। গাজী সাইফুলের গল্পভাষা সাবলীল, গীতল ও চরিত্রানুগ। সংলাপ বাহুল্যবর্জিত, রসঘন ও নিবিড়; ফলে পাঠকনন্দিত। ছোট ছোট বাক্য দিয়ে তিনি নির্মাণ করেন গল্পের ফুলেল শরীর। তাঁর গল্প আমাদের শোনায় মানবিক সম্ভাবনার জয়গাথা, সদর্থক চেতনায় উত্তরণের বীজমন্ত্র। 'যদিও সে মানবী' তাঁর প্রথম গল্পগ্রন্থ।
গাজী সাইফুল বলেন, আমার প্রত্যাশা পাঠকরা ভালবাসা দিয়েই বইটি গ্রহণ করে নেবেন। লেখক বলেন, 'যদিও সে মানবী' আমার প্রথম গল্পগ্রন্থ। বইটির প্রতি পাঠকের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে; এতটা যদিও প্রত্যাশা করিনি। এমন বিষয়গুলো অনুপ্রাণিত করেছে। এটি অবশ্যই যে কোন লেখকের জন্য সুখকর বিষয়।
আরও পড়ুন: কবি এনামূল হক পলাশ, নিমগ্ন এক কাব্যসাধক
বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়, ১৪৮ নম্বর স্টল, লিরলম্যাগ চত্বরে। চট্টগ্রাম ৪৯-৫০ নম্বর স্টলে।