নতুন বই ‘ফুল কুমারী’ নিয়ে উচ্ছ্বসিত পিনাকী ভট্টাচার্য

স্যোশাল মিডিয়ার জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের নতুন বই ‘ফুলকুমারী’। এই বইটি ‘Fulkumari The Tale of a Refugee and a Rat in Pandemic Paris’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। বইটি সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স। বইটি ইতোমধ্যে আমাজনের হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি বিভাগে দুই নম্বর বেস্ট সেলার হিসেবে স্থান পেয়েছে। এছাড়াও গ্লোবাল র্যাংকিংয়ে বইটির অবস্থান ২৯,১২৮ । বইটির সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স।
বইটিতে প্যারিসে এক বাংলাদেশি শরণার্থীর গল্প উঠে এসেছে, যিনি মহামারীকালে তার একাকিত্ব ভেঙেছেন একটি ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব গড়ে। ইঁদুরটির নাম দেন তিনি ‘ফুলকুমারী’। প্রতিদিন ফুলকুমারীকে একটি করে গল্প শোনানোর মাধ্যমে তিনি তার অতীত জীবনের গল্প বুনেছেন। এই গল্পগুলোতে উঠে এসেছে বিপ্লব, দুর্ভিক্ষ, মুক্তিযুদ্ধ এবং পরিবারের স্মৃতিময় মুহূর্ত।
লেখক পিনাকী ভট্টাচার্য বইটির বর্তমান সাফল্যে বেশ উচ্ছ্বসিত। এক ফেসবুক পোস্টে তিনি জানান, বইটি (Fulkumari The Tale of a Refugee and a Rat in Pandemic Paris) হিস্ট্রিক্যাল ইন্ডিয়া আর সাউথ এশিয়া বায়োগ্রাফি সেকশনে দুই নাম্বার বেস্ট সেলার। গ্লোবাল র্যাংক ২৯,১২৮। এ ফিগারগুলো ফলো করব কয়েকদিন। ইন্ডিয়ান ইংরেজি সাহিত্যের লেখকরা এগিয়ে যায়, কারণ ওদের বিশাল ডায়াসপোরা প্রথমেই বইটা কিনে। ফলে আমাজন র্যাংকিংয়ে এগিয়ে যায়। এরপরে আমাজনের এলগোরিদম সাজেস্ট করতে থাকে পশ্চিমা পাঠকদের।
তবে একদিনে বইটির এই র্যাংকিং বেশ ভালো বলে উৎফুল্ল পিনাকী ভট্টাচার্য।