একীভূত হলো পদ্মা ও এক্সিম ব্যাংক

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৪ | আপডেট: ৮:১৫ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি বাণিজ্যিক এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হলো কয়েক বছর ধরে ধুঁকতে থাকা পদ্মা ব্যাংক। আজ সোমবার (১৮ মার্চ) মাতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে ব্যাংক দুটি। ব্যাংকটির শীর্ষ কর্তারা এই চুক্তিতে সই করেছেন।

চুক্তি সই অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সভাপতি নজরুল ইসলাম মজুমদার বলেন, পদ্মা ব্যাংকের সব দায় নেওয়া হবে। ব্যাংকটি একীভূত হলেও এর কোনো কর্মী চাকরি হারাবে না।

আরও পড়ুন: আইএফআইসি ব্যাংকে আবারও উত্তাল কর্মসূচি

এ সময় নজরুল ইসলাম আরও বলেন, পদ্মা ব্যাংকের কোনো গ্রাহকের ক্ষতি হবে না। ব্যাংকিং কার্যক্রম আগের মতোই চলবে।

২০১৩ সালে অনুমোদন পাওয়া চতুর্থ প্রজন্মের ৯টি ব্যাংকের মধ্যে একটি ফারমার্স ব্যাংক। ওই সময় এর চেয়ারম্যান ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। অল্প সময়ের মধ্যে অনিয়মে ডুবতে থাকে ব্যাংকটি। মহিউদ্দিন খান আলমগীরকে সরিয়ে দেওয়া হলে ব্যাংকটির মালিকানায় আসেন ব্যবসায়ী নাফিজ সরাফাত।

আরও পড়ুন: ৫ দিন সাময়িক বন্ধ থাকবে রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম

২০১৯ সালে নাম পরিবর্তন করে ফারমার্স ব্যাংক হয়ে যায় পদ্মা ব্যাংক। ব্যাংকটি ৭১৫ কোটি টাকা তহবিল পায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। তবু দাঁড় করানো যায়নি পদ্মা ব্যাংককে।

বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নিলে পদ্মা ব্যাংককে একীভূত করতে আগ্রহ দেখায় এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক একীভূত হলে গ্রাহকের আমানত নিরাপদ থাকবে।