মাহিন সরকারের প্রার্থিতা প্রত্যাহার ইস্যুতে বিস্ফোরক তথ্য দিলেন ভিপি প্রার্থী জামাল উদ্দিন খালিদ

শুক্রবার (৫ই সেপ্টেম্বর) সন্ধ্যায় মাহিন সরকারের পদত্যাগ ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে তার প্যানেল সমন্বিত শিক্ষার্থী সংসদ। উক্ত সংবাদ সম্মেলনে মাহিন সরকারের পদত্যাগের পিছনের গোমর ফাঁস করেন প্যানেলের ভিপি পদপ্রার্থী জামাল উদ্দিন খালিদ।
সংবাদ সম্মেলনে খালিদ বলেন, "আমাদের জিএস প্রার্থী মাহিন সরকার আমাদের প্যানেলে আসার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তাকে নানাভাবে প্রেসারাইজ করা হয়েছিল যাতে সে কোনভাবেই আমাদের প্যানেলে না আসে। কিন্তু দল থেকে বহিষ্কার করার পরও তিনি অটল ছিলেন ডাকসু নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে। কিন্তু গতকাল রাতে তিনি আমাকে ফোন দিয়ে জানান তার এলাকায় নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, তার এলাকার নেতা-কর্মীরা তাকে কল করে কান্নাকাটি করছে। যার ফলে তার জন্য নির্বাচনে টিকে থাকা অনেক মুশকিল হয়ে পড়ে।"
আরও পড়ুন: ভাঙা হাত নিয়েই প্রচারণা চালাচ্ছেন ছাত্রদলের আবিদুর
খালিদ আরও বলেন, "আমার যে এই একজন প্রার্থী আজকে চলে গেছে শুধু তাই নয়। আমাদের আরও অনেক প্রার্থীকে মন্ত্রীপাড়া থেকে চাপ দেওয়া হচ্ছে যাতে তারা বসে যায়। এমনকি কাউকে পার্সোনাল তথ্য অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। এই ধরনের ঘৃণ্য রাজনীতি করা হচ্ছে আমাদের সাথে।"
বর্তমান পরিস্থিতি নিয়ে খালিদ জানান, "আমাদের প্যানেলের প্রত্যেকেই শক্তিশালী অবস্থানে আছেন। আমরা কেউ মনোবল হারাইনি। মাহিন সরকার পদপ্রার্থীতা প্রত্যাহার করায় আমাদের কোন ক্ষতি হয়নি বরং এই ধাক্কাকে আমরা শক্তিতে রূপান্তর করব। আমরা শেষ পর্যন্ত লড়াই করব, ৯ তারিখ বিজয় ছিনিয়ে নিয়েই আমরা মাঠ ছাড়বো, ইনশাল্লাহ।"
আরও পড়ুন: ডাকসু জিএস: মাহিনের পদত্যাগ, সমর্থন ঘোষণা আবু বাকের মজুমদারের
প্রসঙ্গত, আজ (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু নির্বাচন থেকে নিজের জিএস পদপ্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন মাহিন সরকার, একই সাথে নিজের সমর্থন জানান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে।