চবিতে শিক্ষার্থীদের উপর স্থানীয়দের বর্বরচিত হামলার পর আজ ক্লাস ও পরীক্ষা শুরু

Sanchoy Biswas
মো. সাবিত বিন নাছিম, চবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:১৪ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের বর্বরচিত হামলার ২ দিন পর আজ ৩ সেপ্টেম্বর (বুধবার) ক্লাস ও পরীক্ষা শুরু করেছে কর্তৃপক্ষ। 

যেই ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় থাকতো মুখরিত, সেই ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

আরও পড়ুন: রানীক্ষেত ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন উৎপাদনে সফলতা নিয়ে রাবিতে সেমিনার

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, লেডিস ঝুপড়ি, সোহরাওয়ার্দী মোড়, শহীদ মিনার, সমাজবিজ্ঞান ঝুপড়ি,  কলা ঝুপড়ি,স্টেশনে  শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। স্বাভাবিক দিনে এসব জায়গায় শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেশি দেখা যায়। 

সমাজবিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ ও ব্যবসা প্রশাসন অনুষদের ক্লাসগুলো ফাঁকা পড়ে আছে। মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদেও বেশিরভাগ কক্ষ শিক্ষার্থী শূন্য ছিল, তবে দাপ্তরিক কাজ চলছে। তবে কয়েকটি বিভাগে ক্লাস ও পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম চলতে দেখা গেছে। 

আরও পড়ুন: ডাকসু নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, প্রতিবাদের ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংঘর্ষের ঘটনার পর পরীক্ষা সম্পর্কিত বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন গণমাধ্যমে জানান, ৯টি বিভাগে পরীক্ষা চলছে। তবে আমরা বিভাগগুলোতে স্বাধীনতা দিয়েছে, তারা শিক্ষার্থীদের মানসিকতার ওপর ভিত্তি করে পরীক্ষা নিতেও পারেন, আবার বন্ধও রাখতে পারেন। 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান গণমাধ্যমে জানান, এখন থেকে ক্লাস নিয়মিত চলবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আহতরাও পরীক্ষায় অংশ নিতে পারবে।