গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ পাঁচ ঘণ্টা পর উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে আপেল নামের এক স্কুল ছাত্র নিখোঁজের পাঁচ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে। আপেল উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে। নিহত আপেল স্থানীয় মাহমুদবাগ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল বলে জানাগেছে।
এলাবাসী সূত্রে জানাযায়, দুপুরের প্রচন্ড তাপদাহ থেকে প্রশান্তি পেতে আপেল বন্ধুদের সাথে কাটাবাড়ি ইউনিয়নের ফকিরগঞ্জ নামক স্থানে করতোয়া নদীতে গোসল করতে নেমে ডুব দেওয়ার পর থেকে নিখোঁজ হয়। এরপর সহপাঠী বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এলেও নদীতে স্রোত বেশী থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়না। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে বেশ কিছু সময় চেষ্টার পর নদীর চোরাবালি থেকে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা ছয়টার দিকে।
আরও পড়ুন: দেশ শান্ত থাকলে যাদের মন খারাপ হয় তারাই পিআর চায়: ড. মনিরুজ্জামান
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার আতিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।