রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান: ৫৫টি বিদ্যুতের মিটার জব্দ
রাজধানীতে অবৈধ দখল ও নকশাবহির্ভূত নির্মাণ ঠেকাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। তেজগাঁও, ইন্দ্রিরা রোড, কাঠালবাগান, গ্রীন রোড ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় অভিযান চলাকালে একাধিক ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়।
একটি ভবন থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মোট ৫৫টি বিদ্যুতের মিটার জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। অভিযানে সহায়তা করেন জোন ৫/২-এর অথরাইজ অফিসার ইঞ্জিনিয়ার ইলিয়াস, সহকারী অথরাইজ অফিসার কাওসার আহামেদ, আব্দুল আল নোমানসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া ডিভিডিসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন
অভিযানকালে দেখা গেছে, ভবন মালিকরা অনুমোদিত নকশা অমান্য করে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন। এতে নগরীর শৃঙ্খলা ভেঙে যায় এবং জনসাধারণের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। এ কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভবন মালিকদের নিজ দায়িত্বে নকশাবহির্ভূত অংশ অপসারণের জন্য ৩০০ টাকার নন জুডিশিয়াল স্টেম্পে অঙ্গীকারনামা গ্রহণ করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, রাজউকের অনুমোদিত নকশা ছাড়া কোনো ভবন নির্মাণ করা যাবে না। নকশা অমান্য বা অবৈধ স্থাপনা নির্মাণ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরীর শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: এবার দুদকের সামনে ককটেল বিস্ফোরণ
জোন ৫/২-এর অথরাইজ অফিসার ইঞ্জিনিয়ার ইলিয়াস বলেন, অবৈধ দখল ও নকশাবহির্ভূত নির্মাণ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। নগরবাসীর স্বার্থে এবং রাজধানীর আধুনিক পরিকল্পনা বাস্তবায়নে রাজউক ভবিষ্যতেও এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র: সকালের সময়





