মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে। এছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে, আরও তিনটি ইউনিট যাচ্ছে ঘটনাস্থলে।
আরও পড়ুন: কলাবাগানে ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
তিনি আরও বলেন, বেলা ১১টা ৪০ মিনিটে আগুনের সংবাদ আসে এবং ১১টা ৫৬ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি, জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: সরকারকে সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টিমেটাম