মিরপুরে চাঁদাবাজির অভিযোগে আবর্জনা সংগ্রহকারীদের সড়ক অবরোধ
রাজধানীর মিরপুরে চাঁদাবাজির অভিযোগে বাসা-বাড়ি থেকে আবর্জনা সংগ্রহকারী ভ্যানচালকেরা সড়কে নেমে বিক্ষোভ করেছেন। তাঁদের অভিযোগ, স্থানীয় কিছু রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি নিয়মিতভাবে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছেন।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় আবর্জনা বোঝাই একাধিক ভ্যান রাস্তার ওপর আড়াআড়ি করে রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: ড. এম এ কাইয়ুমের উদ্যোগে ঢাকা-১১ আসনে জুলাইয়ে আহত ও নিহত পরিবারে আর্থিক সহায়তা বিতরণ
মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, “সড়ক অবরোধ করা কিছু পরিচ্ছন্নতা কর্মীকে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে পুলিশ সরিয়ে সিটি করপোরেশনের কার্যালয়ে নিয়ে যায়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।”
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বলেন, “ভ্যানচালকদের অভিযোগ, তারা কাজ শুরু করলেই কেউ কেউ তাদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা চাঁদা দাবি করে। এ ছাড়া নির্ধারিত স্থান ছাড়া অন্য জায়গায় ময়লা ফেলাকে কেন্দ্র করেও স্থানীয়দের সঙ্গে তাদের বিরোধ তৈরি হচ্ছে।”
আরও পড়ুন: বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ ফারুক জানান, তিনি একটি গলির প্রায় ৩৫টি ভবনের তিনশ’র বেশি ফ্ল্যাট থেকে ময়লা সংগ্রহ করেন। তিনি বলেন, “দিনে দুই-তিনবার ভ্যান চালিয়ে ময়লা তুলতে হয়। মাস শেষে যদি ৬–৭ হাজার টাকা চাঁদা দিতে হয়, তাহলে পরিবার চালানোই কঠিন হয়ে পড়ে।”
এদিকে, রাজধানীতে চাঁদাবাজি নিয়ে সাম্প্রতিক সময়ের আরেকটি ঘটনার কথাও আলোচনায় এসেছে। সম্প্রতি কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধন করলে সেখানে হামলার ঘটনা ঘটে। যদিও ওই ঘটনায় যুবদলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, পুলিশ তা এখনো নিশ্চিত করেনি।
ঘটনাগুলো ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।





