মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীরা কর্মসূচি পালন করেন।

সকাল ৯টার পর থেকে কারওয়ান বাজার মোড়ে জড়ো হয়ে ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন: ড. এম এ কাইয়ুমের উদ্যোগে ঢাকা-১১ আসনে জুলাইয়ে আহত ও নিহত পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ফজলুল করিম গণমাধ্যমকে বলেন, আমরা সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।

এ ঘটনার ফলে কিছু সময়ের জন্য কারওয়ান বাজার মোড়ে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। আন্দোলনকারীরা পরে বসুন্ধরা শপিংমলের সামনে অবস্থান নেন।

আরও পড়ুন: বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

উল্লেখ্য, এনইআইআর কার্যক্রম চালুর প্রতিবাদ এবং অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে এই আন্দোলন করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। বেলা ১১টার পর কারওয়ান বাজার এলাকা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে, এতে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের ভোগান্তি বাড়ে।