দেশের বাজারে কমল সোনার দাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩৪ পূর্বাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৪৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের সোনার দাম নেমে এসেছে দুই লাখ ২২ হাজার টাকার ঘরে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত নতুন দাম ২০২৬ সালের ২ জানুয়ারি (শুক্রবার) থেকে সারা দেশে কার্যকর হবে।

আরও পড়ুন: ডিসেম্বরে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট GoldPrice.org-এর তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ৩০০ ডলারে নেমে এসেছে। এর আগে গত ২৬ ডিসেম্বর প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলারের বেশি ছিল।

আরও পড়ুন: সকল সূচকে ইতিহাসে সর্বোচ্চ উচ্চতায় চট্টগ্রাম বন্দর

নতুন নির্ধারিত দাম অনুযায়ী—

* ২২ ক্যারেট সোনার প্রতি ভরি: ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা

* ২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা

* ১৮ ক্যারেট প্রতি ভরি: ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা

* সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে—

* ২২ ক্যারেট রুপা প্রতি ভরি: ৫ হাজার ৫৪০ টাকা

* ২১ ক্যারেট প্রতি ভরি: ৫ হাজার ৩০৭ টাকা

* ১৮ ক্যারেট প্রতি ভরি: ৪ হাজার ৫৪৯ টাকা

* সনাতন পদ্ধতির প্রতি ভরি: ৩ হাজার ৩৮৩ টাকা

স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব দেশের বাজারে পড়ায় ক্রেতাদের জন্য এটি স্বস্তির খবর।