চট্টগ্রামের মিরসরাইয়ে পাইপলাইনের ওপর ঘর তৈরি করে তেল চুরি, আটক ১
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহন পাইপলাইন ফুটো করে তেল চুরির ঘটনা ঘটেছে। পাইপলাইনের ওপর ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালানো হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি ডোবায় তেল ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি জানায়। এরপর পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
আরও পড়ুন: মুসাব্বির হত্যা: এই দুই কিলার কে খুঁজছে পুলিশ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক মাস আগে হাদি ফকিরহাট বাজার এলাকায় বিপিসির তেল সঞ্চালন লাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়। ঘরটির মালিক মো. আফসার সেটি জনৈক আমিরুল ইসলামের কাছে ভাড়া দেন। ভাড়া নেওয়ার পর আমিরুল একটি সংঘবদ্ধ চক্রের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে প্রায় ১২ ফুট নিচ দিয়ে পাইপলাইন ফুটো করে অবৈধভাবে তেল উত্তোলন শুরু করেন।
একপর্যায়ে পাইপলাইন ফুটো হলে অনিয়ন্ত্রিতভাবে তেল বের হতে শুরু করে। আমিরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পাশের ডোবায় তেল ভাসতে দেখে স্থানীয় লোকজন তা সংগ্রহ করতে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে নিরাপত্তা বলয় তৈরি করে।
আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে বিনিয়োগ প্রতারণা, চক্রের ২ সদস্য গ্রেফতার
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের বলেন, ‘মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা বিপিসির পাইপলাইনে ফুটো করে একটি চক্র তেল চুরির চেষ্টা করছিল। ঘটনাস্থল থেকে কয়েক ড্রাম তেল, একটি ড্রিল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিপিসির কর্মকর্তারা পাইপলাইন মেরামতের কাজ করছেন।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ‘জিজ্ঞাসাবাদের জন্য ঘরের মালিক মো. আফসারের স্ত্রী নুরজাহান বেগমকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে। এছাড়া বিপিসি পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’





