মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২০ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:২০ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। চন্দ্রিমা মডেল টাউনের নিউ রানা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান থেকে ৫০ ভরি স্বর্ণ ও ৫০০ ভরি রুপা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা সোমবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার দিবাগত রাত ৩টা ২১ মিনিটে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দোকানের লকার ও বাক্স খুলে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপা চুরি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন: ড. এম এ কাইয়ুমের উদ্যোগে ঢাকা-১১ আসনে জুলাইয়ে আহত ও নিহত পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।