ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল-এর উদ্যোগে কনসালটেন্টদের সাথে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা (ডক্টরস মিট অ্যান্ড গ্রিট) অনুষ্ঠিত হয়েছে। মহাখালীর স্কাইফল এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সম্মানিত কনসালট্যান্ট চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আরও পড়ুন: ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার সংশোধনীতে উপদেষ্টা পরিষদের অনুমোদন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
আরও পড়ুন: সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই এই গণভোট: অধ্যাপক আলী রীয়াজ
স্বাগত বক্তব্যে তিনি ইংরেজি নববর্ষ উপলক্ষে সকল চিকিৎসক ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান এবং রোগীসেবার মান উন্নয়নে চিকিৎসকদের অভিজ্ঞতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ হাসপাতালের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে বলে আশাব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং মেডিকেল সার্ভিসেস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক । তাঁরা হাসপাতালের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমন্বিত চিকিৎসাসেবার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় পর্বে হাসপাতালের সম্মানিত কনসালট্যান্টবৃন্দ- ব্রিগে. জেনা. (অবঃ) ডাঃ এ.বি.এম সাঈদ হোসাইন- অধ্যাপক ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান ভূঁইয়া কর্ণেল ডাঃ নূরুন নাহার হোসেন (অবঃ)- ব্রিগেডিয়ার জেনাঃ অধ্যাপক ডাঃ দেলোয়ার হোসেন (অবঃ)-মেজর জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল ইসলাম, অধ্যাপক ডাঃ মাহ্ মুদুল হাসান-অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন আহমেদ- অধ্যাপক ডাঃ খন্দকার কামরুল ইসলাম- প্রফেসর ডাঃ মোঃ মনির হোসেন- অধ্যাপক ডাঃ রানা মোকাররম হোসেন প্রফেসর ডাঃ শেখ ফিরোজ কবির- অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন সরকার- অধ্যাপক ডাঃ এ বি এম মাকসুদুল আলম- অধ্যাপক ডা. এ. কে. এম. খালেকুজ্জামান (দিপু)- তাঁদের আলোচনায় রোগীসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অংশগ্রহণকারী চিকিৎসকবৃন্দ এ ধরনের মতবিনিময় সভাকে হাসপাতালের উন্নয়ন ও চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ জয়িতা রায় এবং পলাশ সরকার।





