ধাক্কা সামলে জয়ে ফিরল আর্সেনাল, শিরোপা লড়াইয়ে টিকে ভিলা

Sadek Ali
ক্রীডা ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪৭ পূর্বাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বোর্নমাউথের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করল আর্সেনাল। শনিবার বোর্নমাউথের মাঠে ৩-২ গোলের জয় পায় মিকেল আরতেতার দল। একই দিনে নটিংহাম ফরেস্টকে হারিয়ে শিরোপা লড়াইয়ে ঘুরে দাঁড়িয়েছে অ্যাস্টন ভিলা।

ম্যাচের শুরুতেই বিপাকে পড়ে আর্সেনাল। ম্যাচের ১০ মিনিটেই গ্যাব্রিয়েল মাগালহায়েসের ভুল পাসে বল পেয়ে গোল করেন বোর্নমাউথের ইভানিলসন। এতে কিছুটা চাপে পড়ে যায় শীর্ষে থাকা দলটি।

আরও পড়ুন: তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

তবে দ্রুতই ঘুরে দাঁড়ান গ্যাব্রিয়েল নিজেই। ছয় মিনিটের ব্যবধানে গোল করে ম্যাচে সমতা ফেরান এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল।

চোট কাটিয়ে একাদশে ফেরা ডেকলান রাইস দলের জয়ের নায়ক হয়ে ওঠেন। ম্যাচের ৫৬ মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস থেকে নিখুঁত শটে আর্সেনালকে এগিয়ে দেন তিনি। পরে বুকায়ো সাকার পাসে নিজের দ্বিতীয় গোলটি করেন রাইস, যা সফরকারীদের জয় প্রায় নিশ্চিত করে দেয়।

আরও পড়ুন: গোলের বন্যায় বিলবাওকে উড়িয়ে সুপার কাপ ফাইনালে বার্সেলোনা

শেষ দিকে এলি ক্রুপির দূরপাল্লার এক দৃষ্টিনন্দন গোল বোর্নমাউথকে কিছুটা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

এই জয়ের ফলে ম্যানচেস্টার সিটির চেয়ে সাত পয়েন্ট এগিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে গানাররা। সিটির অবশ্য একটি ম্যাচ হাতে রয়েছে।

ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আরতেতা বলেন, প্রথম গোলটা আমাদের জন্য ম্যাচ কঠিন করে দিয়েছিল। তবে দলের মানসিক দৃঢ়তা ও গ্যাব্রিয়েলের চরিত্র আমাকে মুগ্ধ করেছে।

ভিলা পার্কে ঘুরে দাঁড়াল অ্যাস্টন ভিলা

অন্যদিকে, ভিলা পার্কে নটিংহাম ফরেস্টকে ৩-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। প্রথমার্ধের শেষ মুহূর্তে অলি ওয়াটকিন্সের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে জন ম্যাকগিন জোড়া গোল করে ভিলার জয় নিশ্চিত করেন। ফরেস্টের হয়ে একটি গোল শোধ করেন মর্গান গিবস-হোয়াইট।

এই জয়ে ৪২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। তবে টানা চার ম্যাচ হারায় অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে নটিংহাম ফরেস্ট।