গাজীপুরে মনোনয়নপত্র বাতিল ১৯ প্রার্থীর : বৈধ ৩৪ প্রার্থীর

Sadek Ali
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:০০ পূর্বাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে দাখিল করা ৫৩জন প্রার্থীর মধ্যে ভিন্ন ভিন্ন অসঙ্গতি থাকায় ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৩৪ জন প্রার্থীর মনোনয়নপত্র ।

শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন। সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ওই কার্যক্রম হয়। 

আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৬ ডিগ্রিতে, জনজীবন স্থবির

গাজীপুর-১ আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন- আতিকুল ইসলাম (গণফ্রন্ট) এবং এস. এম. শরিকুল ইসলাম (জাতীয় পার্টি)। 

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন -  বিএনপির মো. মজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহ্ আলম বকশী, মাওলানা জিএম রুহুল আমিন (বাংলাদেশ ইসলামী আন্দোলন), চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী (বাংলাদেশ লেবার পার্টি), তাসলিমা আক্তার (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী) এবং এমারাত হোসেইন আরিফ (স্বতন্ত্র)।

আরও পড়ুন: ভোলায় ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ

গাজীপুর-২ আসনে ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন, যার মধ্যে ৮ জনের আবেদন বাতিল  হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকার, জিত বড়ুয়া, তাপসী তন্ময় চৌধুরী, জাতীয় পার্টির মোহাম্মদ ইসরাফিল মিয়া, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জনতার দলের মোহাম্মদ শরিফুল ইসলাম, গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খান এবং খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমিন।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির এম. মনজুরুল করিম রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ হোসেন আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলী নাছের খান, হানিফ সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ জিয়াউল কবির (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), মাসুদ রেজা (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- মার্কসবাদী), সরকার তাসলিমা আফরোজ (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মোঃ মাহবুব আলম (জাতীয় পার্টি), মোঃ আব্দুল কাউয়ুম (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল) ও আব্বাস ইসলাম খান (এবি পার্টি)। 

গাজীপুর-৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ও গোলাম শাব্বির আলী এবং ইসলামী ঐক্যজোটের ডা. মাওলানা মুফতি শামীম আহমদ। 

 এ আসনের বৈধ প্রার্থীরা হলেন বিএনপির  এস, এম, রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. জাহাঙ্গীর আলম, মুহাম্মদ এহসানুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. নাজিম উদ্দিন (জাতীয় পার্টি), আলমগীর হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ কৌশিক আহামেদ (আমার বাংলাদেশ পার্টি) এবং আশিকুল ইসলাম পিয়াল (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল)।

গাজীপুর-৪ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. আবুল হাসেম ও মো. শফিউল্লাহ; আমজনতার দলের জাকির হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজিম উদ্দিন। 

এ আসনের বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির শাহ রিয়াজুল হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সালাহ উদ্দিন আইউবী, মানবেন্দ্র দেব (সিপিবি), এনামুল কবীর (জাতীয় পার্টি) ও মনির হোসাইন (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি), ।

গাজীপুর-৫ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের রুহুল আমিন এবং জাতীয় পার্টির ডা. মো. সফিউদ্দিন সরকার।

এ আসনের বৈধ প্রার্থীরা হলেন বিএনপির এ কে এম ফজলুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. খায়রুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গাজী আতাউর রহমান, মো. আল আমিন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), কাজল ভূঞা (গণফোরাম) ও মো. আজম খান (জনতার দল)।