ট্রাম্পকে ব্যঙ্গ করে পুরস্কার জিতলেন উপস্থাপক

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধ এবং পর্দায় ব্যঙ্গাত্মক মন্তব্যের জন্য পরিচিত জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। দীর্ঘদিন ধরে চলা সেই আলোচিত দ্বন্দ্বের মাঝেই এবার নতুন সাফল্যের মুকুট যুক্ত হলো তার ঝুলিতে। ৩১তম বার্ষিক ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস’-এ সেরা টক শোর স্বীকৃতি পেয়েছে তার অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’। পুরস্কার গ্রহণের মঞ্চে দাঁড়িয়েও ট্রাম্পকে ব্যঙ্গ করতে ছাড়েননি কিমেল।

পুরস্কার হাতে নিয়ে কিমেল বলেন, আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে। তিনি না থাকলে আজ রাতে আমাদের খালি হাতে বাড়ি ফিরতে হতো।”

আরও পড়ুন: ৬ বছর আগেই ভেনেজুয়েলা সংকটের ইঙ্গিত দিয়েছে যে সিরিজে

ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, মিস্টার প্রেসিডেন্ট, প্রতিদিন আপনি যেসব হাস্যকর কাণ্ড করছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। গত কয়েক সপ্তাহ ছিল দারুণ। আবার সম্প্রচারে ফিরে এসে আপনার এসব কাণ্ড নিয়ে কথা বলার জন্য আমরা মুখিয়ে আছি।

এ সময় কিমেল তার অনুষ্ঠানের লেখক, অভিনয়শিল্পী এবং প্রযোজকদের বিশেষভাবে ধন্যবাদ জানান। পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাকস্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন তিনি। কিমেলের ভাষায়, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন যে, এই শহর বা এই দেশে আমরা বাকস্বাধীনতাকে হালকাভাবে নিই না।”

আরও পড়ুন: নতুন চমক দেখালেন হৃদয় খান

জিমি কিমেল ও ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্ব বিশ্বজুড়ে সুপরিচিত। ট্রাম্প সামাজিক মাধ্যমে একাধিকবার কিমেলকে ‘অযোগ্য’ কিংবা ‘বাজে সঞ্চালক’ বলে আক্রমণ করলেও, কিমেলও ব্যঙ্গ-বিদ্রূপে পাল্টা জবাব দিতে কখনো পিছপা হননি। এমনকি অস্কারের মতো মর্যাদাপূর্ণ মঞ্চেও ট্রাম্পের নীতি ও ব্যক্তিগত আচরণের কঠোর সমালোচনা করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক এবিসি-তে প্রচারিত ‘জিমি কিমেল লাইভ’ ২০০৩ সাল থেকে নিয়মিত সম্প্রচারিত হয়ে আসছে। মার্কিন রাজনীতি ও সমসাময়িক ঘটনাবলি নিয়ে কিমেলের স্যাটায়ার এখন তার শোর অন্যতম প্রধান আকর্ষণ।

২০২৪ সালের অস্কারের মঞ্চে ট্রাম্পের এক সমালোচনার জবাবে কিমেলের মন্তব্য বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল। সম্প্রতি ডিজনির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তি করায় কিমেলের জনপ্রিয়তা ও প্রভাব আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।