মাদুরোকে ২১০০ মাইল পাড়ি দিয়ে যেভাবে নেওয়া হলো নিউইয়র্কে

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাস থেকে তুলে নিয়ে যুক্তরাষ্ট্রে এনেছে। বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া অভিযানে মাদুরোকে ‘সেফ হাউস’ থেকে আটক করা হয় এবং পরে তাঁকে হেলিকপ্টার ও যুদ্ধজাহাজের মাধ্যমে নিউইয়র্কে আনা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, মাদুরোকে ধরতে একটি ‘দুঃসাহসিক অভিযান’ চালানো হয়েছে, যেখানে সেনাবাহিনীর এলিট ডেল্টা ফোর্স অংশ নিয়েছে।

আরও পড়ুন: ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ ‘অনির্দিষ্টকালের জন্য’ যুক্তরাষ্ট্রের হাতে

মার্কিন সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, মাদুরোকে চোখে কাপড় বাঁধা ও হাতে হাতকড়া পরা অবস্থায় যুদ্ধজাহাজ থেকে নামানো হচ্ছে। এ সময় এফবিআই এবং মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা তাকে ঘিরে রেখেছিলেন। তবে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে এই সময় দেখা যায়নি।

মার্কিন কর্মকর্তারা মাদুরোকে পরে হেলিকপ্টারে তুলে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়ার চেষ্টা করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো হুডি পরা মাদুরো করিডর দিয়ে ‘পার্প ওয়াক’ করা অবস্থায় যাচ্ছেন।

আরও পড়ুন: মার্কিন হামলায় নিহত শতাধিক: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, কারাকাস থেকে নিউইয়র্ক পর্যন্ত মাদুরো ২,১০০ মাইল বা প্রায় ৩,৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।

উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে কোকেন আমদানির ষড়যন্ত্র এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কিত মামলা করা হয়েছিল।