কাশিয়ানীতে পলাতক পুলিশসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Sanchoy Biswas
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫৭ অপরাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পলাতক পুলিশ সদস্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মোট ১ হাজার ৪২১ পিস ইয়াবা ও একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

কাশিয়ানী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপাড়া ও বরাশুর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ইছাডাঙ্গা গ্রামের মৃত রতন শেখের ছেলে হুসাইন শেখ (৩০) এবং কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মৃত শশধর বিশ্বাসের ছেলে গোলক বিশ্বাস (৪২) গ্রেপ্তার হন।

আরও পড়ুন: কুলাউড়া সরকারি কলেজে পুনর্মিলনীর প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হুসাইন শেখ একজন পলাতক পুলিশ সদস্য। তাঁর কাছ থেকে ১ হাজার ২৬১ পিস ইয়াবা ও একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপরদিকে গোলক বিশ্বাসের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১৬০ পিস ইয়াবা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কাশিয়ানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ নেশাজাতীয় মাদক কেনাবেচা করে আসছিলেন।’

আরও পড়ুন: টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার

তিনি আরও বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে কাশিয়ানীতে ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। পুলিশের এই অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও মাদক চক্র পুরোপুরি নির্মূলে ধারাবাহিক অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।