খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে প্লে-অফ নিশ্চিতের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলের ৩৯তম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে নামবে খুলনা। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। আর খেলা দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম দলপতি শুভাগত হোম।
এবারের আসরে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ ম্যাচ জিতেছে চট্টগ্রাম। এতে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় চার নম্বরে আছে দলটি। আজই খুলনার বিপক্ষে তাদের শেষ ম্যাচ। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচ জেতার কোনো বিকল্প নেই চট্টলার ফ্র্যাঞ্চাইজিটির।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
অন্যদিকে, ১০ ম্যাচের মধ্যে ৫ জয় ও ৫ হারে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে খুলনা। তাদের জন্যও চট্টগ্রামের বিপক্ষে জেতার কোনো বিকল্প নেই। আজকের ম্যাচটি খুলনা জিতলে নেট রান রেটে চট্টগ্রামকে পেছনে ফেলবে তারা। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না সেটি বলাই বাহুল্য।
ম্যাচটিতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে চট্টগ্রাম। আর একাদশে দুই পরিবর্তন এনেছে খুলনা।