অনলাইন প্রতারণা চক্রের মূল হোতা গ্রেফতার করেছে সিআইডি
পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা এলাকা থেকে অনলাইনে ব্যবসায় বিনিয়োগ ও উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের সক্রিয় সদস্য মো. মিনহাজুল ইসলাম (২৪) কে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব ইউনিট।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মিনহাজুল ইসলাম ও তার সহযোগীরা টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীদের “মারলিং এক্সপ্লোর প্রপার্টি কোম্পানি” নামে উচ্চ লাভের প্রলোভন দেখাত। এজেন্টের মাধ্যমে ভুক্তভোগীদের বিভিন্ন কাজ (টাস্ক) সম্পন্ন করতে বলা হতো এবং প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হতো। এই পদ্ধতিতে চক্রটি ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত।
আরও পড়ুন: মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য গ্রেফতার
মো. শাহজালাল নামের এক ভুক্তভোগী এই প্রতারণার শিকার হয়ে বিকাশ, নগদ ও ডাচ বাংলা ব্যাংকিং অ্যাপের মাধ্যমে মোট ১২,৮৬,৮৬৯ টাকা হারান। মামলাটি যাত্রাবাড়ী থানায় দায়ের করা হয়।
পরবর্তীতে এই সংক্রান্তে তিনি যাত্রাবাড়ী থানায় মামলা নং-৭৬, তারিখ-২৪/০৮/২০২৫, ধারা-৪০৬/৪২০/১০৯ দণ্ডবিধি দায়ের করেন। মামলার তদন্তভার সিআইডি ঢাকা মেট্রো পূর্ব ইউনিট গ্রহণ করে। আধুনিক প্রযুক্তি ও তথ্য উপাত্তের মাধ্যমে সিআইডি অভিযুক্তের অবস্থান সনাক্ত করে এবং তাকে পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সিআইডি গ্রেপ্তারকৃত আসামির রিমান্ড শেষে আজ আদালতে প্রেরণ করে।
আরও পড়ুন: বনশ্রীতে স্কুলছাত্রী হত্যায় রেস্তোরাঁকর্মী গ্রেপ্তার
চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। রয়েছে।





