ঢাকার আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু, আশুলিয়া (সাভার)
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:০১ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের হেফাজত থেকে নগদ টাকাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার ও মঙ্গলবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা: ধর্ষণ ও প্ররোচনার অভিযোগে দুই শিক্ষক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলো—ডাকাত দলের সর্দার মোঃ মইনুল ইসলাম ও ডাকাত দলের সদস্য রাসেল মিয়া। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

র‍্যাব জানায়, গত ৯ অক্টোবর রাতে আশুলিয়ার ভাদাইলে সড়কে গাছ ফেলে ডাকাতি করার সময় ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মোঃ মইনুল ইসলামের নেতৃত্বে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে একত্রিত হয়েছিল। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়।

আরও পড়ুন: পিকনিকের কথা বলে গণধর্ষণ, গণবিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

র‍্যাব-৪-এর আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামীদের অবস্থান শনাক্ত করে। ১৪ অক্টোবর রাতে ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূল হোতা মোঃ মইনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৩ অক্টোবর রাতে পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে রাসেল মিয়াকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে নগদ ৬,৭৪,৫০০ টাকা, ৩টি তাজা গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি পাঞ্চগিয়ার চাকু এবং ৫টি মোবাইল উদ্ধার করা হয়।

স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।