মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি তাজা ককটেল ও সরঞ্জাম উদ্ধার
ছবিঃ সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি তাজা ককটেল এবং বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬:১০ ঘটিকায় জেনেভা ক্যাম্পের ৭নং সেক্টরের ওই পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল ও সরঞ্জাম উদ্ধার করে। পরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে।
আরও পড়ুন: মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য গ্রেফতার
উদ্ধারকৃত ককটেল তৈরির সরঞ্জাম ও ককটেল নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





