মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা, গৃহকর্মী পলাতক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা–মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন—মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। ধারণা করা হচ্ছে, বাসার গৃহকর্মীই তাদের হত্যার পর পালিয়ে গেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ শাহজাহান রোডের ওই ভবনের ৭ তলায় গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে হত্যার কারণ নিশ্চিত না হলেও পুলিশ জানায়, ঘটনাস্থলের আলামত দেখে হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে এভসেকের অভিযানে বিপুল পরিমাণ ইউরো উদ্ধার
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।





