চাল রপ্তানি বাড়িয়েছে ভিয়েতনাম

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৩ | আপডেট: ১০:০৩ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত প্রায় ৩ সপ্তাহ আগে চাল রপ্তানি নিষিদ্ধ করার কারণে বিশ্বজুড়ে চালের সরবরাহ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর মাঝে ভোগ্যপণ্য চালের রপ্তানি নিয়ে সুসংবাদ দিলো ভিয়েতনাম। ইতোমধ্যে চাল রপ্তানি বাড়িয়েছে তারা। দেশটির কৃষিমন্ত্রী লি মিন হোন বিষয়টি নিশ্চিত করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চলতি বছরের প্রথম ৭ মাসে ৪ দশমিক ৮৯ মিলিয়ন টন চাল রপ্তানি করেছে ভিয়েতনাম। ২০২২ সালের একই সময়ের চেয়ে যা ২১ শতাংশ বেশি।

আরও পড়ুন: পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে এলো আমদানি–নিষিদ্ধ পপি বীজ

কৃষিমন্ত্রী লি মিন হোন বলেন, এ বছর আরও চাল রপ্তানি করা হবে। সেই লক্ষ্যে ৭ থেকে ৮ মিলিয়ন টন খাদ্যপণ্যটি প্রস্তুত রয়েছে। এবার ভিয়েতনামে ২৭ থেকে ২৮ মিলিয়ন টন চাল উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে।

লি মিন হোনের বরাত দিয়ে দেশটির শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ভিয়েতনামনেটের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, ভিয়েতনামের অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য পর্যাপ্ত চাল উৎপাদন হয়েছে। বাড়তি অংশ বিদেশে রপ্তানি করা হবে।

আরও পড়ুন: শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করল বিএসইসি

এর আগে ভিয়েতনাম সরকার জানায়, আপাতত চাল রপ্তানিতে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নেই দেশটির। ভারত রপ্তানি নিষিদ্ধ করায় খাদ্যপণ্যটির দাম বেড়েছে। পরিপ্রেক্ষিতে তা বিক্রি ভালো লাভবান হচ্ছেন ভিয়েতনামের কৃষকরা।

গোটা বিশ্বে মোট চাল রপ্তানির ৪০ শতাংশই করে ভারত। বৈরি আবহাওয়ায় এবার দেশটিতে ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে বিগত কয়েক মাস ধরে সেখানে চালের দাম হু হু করে বাড়ছে। তাতে লাগাম টানতে এবং অভ্যন্তরে সরবরাহ স্বাভাবিক রাখতে খাদ্যশস্যটির রপ্তানি নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, ভারত ও থাইল্যান্ডের পর বিশ্বের তৃতীয় বৃহৎ চাল রপ্তানিকারক ভিয়েতনাম। ব্যবসায়ীরা বলছেন, ইতোমধ্যে দেশটির প্রতি মেট্রিক টন চালের দর বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ থেকে ৫৭৫ ডলারে। ২০১১ সালের পর যা সর্বোচ্চ। ভারতের সিদ্ধান্তের আগে তা ছিল ৫১৫ থেকে ৫২৫ ডলার।