সূচক বাড়লো ডিএসইতে
গতকাল দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন হয়েছে। তবে এদিন এই বাজারে লেনদেন কমেছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদরও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুই-ই কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলেছেন, গত তিন কার্যদিবস মূল্য সংশোধনের ফলে অনেক শেয়ারের দর কমেছে। অনেক অতি মূল্যায়িত শেয়ারের দর সমন্বয় হয়েছে। এ অবস্থায় অনেক বিনিয়োগকারী শেয়ার কিনেছে। ফলে সূচক বেড়েছে।
আরও পড়ুন: ডিএসইতে বড় দরপতন: ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন
ডিএসই তথ্য বলছে, গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এই বাজারে ৬৬২ কোটি ৪৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮০ কোটি ৬১ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২১৮ কোটি ১৬ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ৬০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের ৩০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। লেনদেনে শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানির মধ্যে রয়েছে—ওরিয়ন ইনফিউশন, কর্ণফুলী ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল, আফতাব অটোমোবাইল, অলিম্পিক অ্যাকসেসরিজ, ইনটেক লিমিটেড ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।
আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা





