আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স ২০৮ কোটি ডলার, বছরে বৃদ্ধি ৫.৯০ শতাংশ
চলতি আগস্ট মাসের ২৭ দিনে দেশের প্রবাসীরা ২০৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দৈনিক গড় হিসেবে এ সময় দেশে এসেছে প্রায় ৭ কোটি ৭৩ লাখ ডলার।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ৫.৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: এমডি নিয়োগে কঠোর শর্ত: অভিজ্ঞতার মানদণ্ড কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক
আরিফ হোসেন খান আরও জানান, ২৭ আগস্ট একদিনেই দেশে ৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৪৫৬ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৫০ শতাংশ বেশি।
জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।
আরও পড়ুন: সাহাবুদ্দিনকে আর্থিক সুবিধা দিতে ডাচ-বাংলার নিত্যনতুন কত কৌশল
এদিকে ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে ধরা হয়েছে।





