অর্থ উপদেষ্টা
নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা
নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এসেছে। সেটা হলো নির্বাচনের সময় পুলিশকে ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দ্রুত এটা আনা হবে।
খরচ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এতে কয়েকশ কোটি টাকা ব্যয় হবে, তবে সঠিক অঙ্ক এখনো নির্ধারিত হয়নি। তিনি বলেন, এগুলো আমরা সংগ্রহ করব ইউএনডিপির মাধ্যমে। যেমনভাবে টিকা আনি ইউনিসেফের মাধ্যমে। এতে মান ও দামের নিশ্চয়তা থাকবে, আলাদা করে আমাদের টেন্ডার প্রক্রিয়ায় যেতে হবে না।
আরও পড়ুন: বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৭ হাজার টাকা
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের অর্থেই এই ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে। অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে। এটি নির্বাচন খাতের ব্যয় থেকে মেটানো হবে। আমরা পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে নয়।





