২২ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২৩ হাজার ৪৩৬ কোটি টাকা

Sanchoy Biswas
অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৪৪ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি অক্টোবর মাসের প্রথম ২২ দিনে দেশে এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: দেশে আবারও কমল সোনার দাম

তিনি জানান, গত বছরের একই সময়ে (অক্টোবরের প্রথম ২১ দিনে) প্রবাসী আয় এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী আয়ে বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩০ শতাংশ।

চলতি অর্থবছরের (২০২৫–২৬) শুরু থেকে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন: রিজার্ভ নিয়ে সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৯৫০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৮৩৩ কোটি ৪০ লাখ ডলার— যা তুলনায় প্রায় ১৪ দশমিক ১০ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের প্রণোদনা সুবিধা ও বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহের কারণে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।