ইউনিভার্সেল মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস ১ম বর্ষের (৮ম ব্যাচে) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী।
তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, চিকিৎসকরা দেশের প্রথম সারির নাগরিক, তাই শিক্ষার্থীদের নিজেদের পড়াশোনার পাশাপাশি আচার ব্যবহারে বিশেষ লক্ষ্য রেখে ভবিষ্যতে সুদক্ষ চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় নিতে হবে। এবং সফলতার মাধ্যমে এ মেডিকেল কলেজের সুনাম বৃদ্ধি করতে হবে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যু
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের প্রধান অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
নবীন বরণ অনুষ্ঠানে কলেজের ফেইজ কোঅর্ডিনেটররা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। ইউনিভার্সেল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুল করিম নবাগত শিক্ষার্থীদের এমবিবিএস কোর্স কারিকুলাম ব্যাখ্যা করেন।
নবীন বরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী (দেশি-বিদেশি) ও তাদের অভিভাবকরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিশেষ উপহারসামগ্রী ও স্টুডেন্ট আইডি কার্ড দেয়া হয়।