বুধবার থেকে অনলাইনে আবেদন
৬ বছরের বেশি হতে হবে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স: শিক্ষা অধিদপ্তর

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। বুধবার থেকে অনলাইনে আবেদন শুরু হবে, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। সব সরকারি ও বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা যাবে।
আগামী ১০ ডিসেম্বর সরকারি স্কুলে ও ১৩ ডিসেম্বর বেসরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: চাকসুতে পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে জনপ্রিয়তার শীর্ষে জাবেদ
আর ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ করা হয়েছে ছয়ের বেশি।
সোমবার বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে (gsa.teletalk.com.bd) প্রবেশ করে সরকারি-বেসরকারি স্কুলের ভর্তির অনলাইন আবেদন করা যাবে। অনলাইনে আবেদন সাবমিট করলে প্রার্থীরা ইউজার আইডি পাবেন। ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বরে মধ্যেমে এসএমএসে ফি দেওয়া যাবে। ৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।
আরও পড়ুন: জুলাই পরবর্তী ছাত্ররাজনীতির মডেল ছাত্রশিবির : সাদিক কায়েম
সরকারি স্কুলের ভর্তির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো ৩টি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে ৫টি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এ ছাড়া সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনের জন্য থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবেন।
এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচ বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।