জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৪ | আপডেট: ১২:৫২ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি আবেদনের ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (১৮ মার্চ) বিকেল ৪টায় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ঢুকে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।

জানা গেছে, মুঠোফোনের এসএমএসের মাধ্যমে ফল দেখেতে nuathnroll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। তাছাড়া রাত ৯টা থেকে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

আরও পড়ুন: শিবির কর্মী-চাকসু নেতা বোরহানের শহীদ হাদীকে জড়িয়ে ছাত্রদল নিয়ে মিথ্যাচার

এ ছাড়া এ তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী এ শিক্ষাবর্ষে ভিন্ন কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৭ মার্চের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন সিলেক্ট করতে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তিত হবে।

আরও পড়ুন: জকসু নির্বাচন: ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২১ দফা ইশতেহার ঘোষণা

উল্লেখ্য, এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে।