Institute of Applied Health Sciences (IAHS) এর ১ম বর্ষ এমবিবিএস কোর্সের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ন, ১৮ জুন ২০২৫ | আপডেট: ৭:৩৭ পূর্বাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের প্রতিষ্ঠিত বেসরকারি মেডিক্যাল কলেজ Institute of Applied Health Sciences (IAHS) এর MBBS COURSE এ ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান অদ্য ১৭ই জুন ২০২৫ খ্রি. সকাল ৯.৩০ মিনিটে, এনেক্স ভবনের চতুর্থ তলায় হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সের ১ম বর্ষের অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রামে সংযুক্ত হওয়ার মাধ্যমে সূচনা করা হয়। উক্ত অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করেন নূরজাহান বেগম, মাননীয় উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, মাননীয় বিশেষ সহকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম সমাপ্তির পরবর্তীতে পবিত্র গ্রন্থ আল কোরান তেলাওয়াত মাধ্যমে আইএএইচএস কতৃক আয়োজিত নবীনবরণ, শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫ নবীনবরণ এর শুভারম্ভ করা হয়। এবং আইএএইচএস এর রূপকার জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের স্মৃতিতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

আরও পড়ুন: হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী

উক্ত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত আইএএইচএস এর গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান জনাব আহমেদ ইফতেখারুল ইসলাম এর প্রতিনিধিত্ব করেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডা. রমা বড়ুয়া, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, এনাটমি, আইএএইচএস। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. শফিউল হাসান, বিভাগীয় প্রধান, সাইকিয়েট্রি বিভাগ, আইএএইচএস, অধ্যাপক ডা. বদিউল আলম, একাডেমিক কোঅরডিনেটর ও বিভাগীয় প্রধান, সার্জারি, আইএএইচএস, অধ্যাপক ডা. সাবিনা ইয়াসমিন, বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, আইএএইচএস এবং ডা. সুব্রত কুমার বড়ুয়া, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বায়োকেমিস্ট্রি বিভাগ, আইএএইচএস। বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ, ১ম ফেইজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকগণ, নবীন ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের পাশাপাশি সকল শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষক মণ্ডলীর মাঝে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে ১ম ফেইজ কো-অর্ডিনেটর সম্মানিত অধ্যাপক ডা. সাবিনা ইয়াসমিন নবীনদের উদ্দেশ্যে মেডিক্যাল কারিকুলাম সম্পর্কে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন এবং উপস্থিত অভিভাবকবৃন্দদের সন্তানের প্রতি সচেতনতামূলক আচরণের পরামর্শ প্রদান করেন। এছাড়াও নবীন-প্রবীণ দেশী বিদেশী শিক্ষার্থীগণ ও অভিভাবকবৃন্দগণ উক্ত নবীনবরণ অনুষ্ঠানে তাঁদের অনুভুতির কথা বাংলা ও ইংরেজি ভাষায় ব্যক্ত করেন। সবশেষ সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন: জকসু নির্বাচনে ছাত্রদলের চমকপ্রদ জয়