বৈছাআ এর কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ চবি ছাত্রদল কর্মীর

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিভাগের দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক জিদানুল হক রাইয়ান কাল স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তিনি জাতীয়তাবাদী ছাত্রদল এর রাজনীতির সাথে সম্পৃক্ত এবং সংগঠন এর নিয়ম অনুযায়ী একই সাথে একাধিক সংগঠনে যুক্ত থাকা যায় না। সে কথা বিবেচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশিত চট্টগ্রাম উত্তর জেলা কমিটি থেকে স্বেচ্ছায় নিজে পদত্যাগ করেন তিনি। 

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) তিনি তার  ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে একটি স্ট্যাটাসে জানান, “আমি বাংলাদেশের জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাথে যুক্ত আছি। একই সাথে দুই ছাত্র সংগঠন করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেহেতু ছাত্র আমার মূল দায়িত্ব  হচ্ছে পড়াশোনা করা। তাই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি,পড়াশোনা আবার উপজেলায় কাজ করা এক সাথে আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি বাশঁখালি উপজেলার বৈছাআর যুগ্ম আহবায়ক পদ থেকে স্বেচ্ছায় সরে যাচ্ছি। আমার একটাই পরিচয় থাকুক আমি চাই সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী।”

আরও পড়ুন: ৩ দিন ব্যাপী নবীনবরণের আয়োজন করলো রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

এ ব্যাপারে জিদানুল হক রাইয়ানের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হওয়ার উচিত ছিল অরাজনৈতিক কিন্তু তারা এনসিপির পক্ষ হয়ে কাজ করছে। এছাড়াও পারিবারিকভাবে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে আমার জাতীয়তাবাদী ছাত্রদলের উপর একটি অন্যরকম ভালো লাগা কাজ করে। সেই সুবাদে আমি চবি শাখা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত আছি। তাই আমি আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন বলেন, তার পারিবারিকভাবে একটি রাজনৈতিক পরিচয় আছে সেই সুবাদে সে আমার সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত আছে। সে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা হওয়ায় তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পদ দেওয়া হয়। কিন্তু সে আদর্শগত জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে সেই পদটি সে প্রত্যাখ্যান করে এবং নিজ উদ্যোগে পদত্যাগ করে।

আরও পড়ুন: রাবির সোহরাওয়ার্দী হলে ডাস্টবিন দিলো কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ