সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৫ | আপডেট: ৪:০১ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের সবাইকে সনদ প্রদানের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। সোমবার (৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী-প্রার্থীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভবনের দিকে রওনা হয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, মৌখিক পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে বিপুলসংখ্যক পরীক্ষার্থীকে ফেল করানো হয়েছে। তারা জানান, লিখিত পরীক্ষায় পাস করেও মৌখিক পরীক্ষায় অকৃতকার্য দেখানো হয়েছে অনেককে।

এক আন্দোলনকারী জসিম উদ্দিন বলেন, ‘আমরা বৈষম্যের শিকার হয়েছি। যারা লিখিত পরীক্ষায় পাস করেছে, মৌখিকেও অংশ নিয়েছে, তাদের সবার যোগ্যতা রয়েছে। অথচ ৮৩ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ২৩ হাজারকে অকৃতকার্য দেখানো হয়েছে। এটি অন্যায়।’

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ

আন্দোলনকারীদের দাবি, মৌখিক পরীক্ষায় যারা ফেল করেছেন বলে দেখানো হয়েছে, তাদেরও সনদ প্রদান করতে হবে। অন্যথায় এই আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে এনটিআরসিএর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।