মাইলস্টোন কলেজে রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ন, ২৪ জুলাই ২০২৫ | আপডেট: ৫:৩৬ পূর্বাহ্ন, ২৪ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে। তবে এদিন কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণীর কার্যক্রম। গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

তিনি জানান, প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খেয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ

গত সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২-এ। তাদের বেশির ভাগই শিশু। আহত হয়েছে শতাধিক। অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছে তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরদিন থেকেই কলেজ চত্বরে বন্ধ থাকে সব ধরনের শিক্ষা কার্যক্রম। দুর্ঘটনার সময় ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রশাসন ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে।