ডাকসু নির্বাচনে এবার সাইবার হামলা!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোঃ আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের ফেসবুক আইডি সাইবার আক্রমণ করে ডিজেবল করে দিয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বাংলাবাজার পত্রিকা তানভীর বারি হামিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, "সকাল সাড়ে ১১ টায় ফেসবুক একাউন্টে ঢুকে দেখি আইডি ডিজেবল হয়ে গেছে। এর কিছুক্ষণ পর আইডি ফিরে পাই কিন্তু তারপর আইডি আবার ডিজেবল হয়ে যায়।" ডাকসু নিয়ে এর আগে নানা প্রতিবন্ধকতায় পড়তে হলেও সাইবার হামলা এই প্রথম বলে জানান হামীম।
আরও পড়ুন: জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
সাইবার হামলার জন্য কাদেরকে দায়ী বলে মনে করেন, এমন প্রশ্নের জবাবে হামিম বলেন, "সাইবার হামলা কারা করছে জানিনা। কিন্তু আমরা সাইবার হামলার শিকার হচ্ছি এটা নিশ্চিত।"
সাইবার হামলার ব্যাপারে কোন আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, " এখন পর্যন্ত কোন আইনি পদক্ষেপ নিচ্ছি না। আমরা আমাদের আইডি ফেরত পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
আরও পড়ুন: রাত পোহালেই ডাকসু: ভোট দেবেন যেভাবে
উল্লেখ্য, ডাকসু ইস্যুতে এর আগে সাইবার বুলিং সহ বিভিন্ন অভিযোগ উঠে আসলেও, সাইবার হামলার অভিযোগ এবারই প্রথম।