প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর মোট ভোটের চেয়েও বেশি পান সাদিক কায়েম

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:২৩ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে সর্বাধিক ভোট পেয়ে শীর্ষে রয়েছেন মোঃ আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি ভিপি প্রার্থীদের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি ১৪,০৪২ ভোট পেয়েছেন। ভিপি পদে অন্য প্রার্থীদের মধ্যে  মোঃ আবিদুল ইসলাম খান, যার প্রাপ্ত ভোট ৫,৭০৮ ভোট পেয়েছেন। অন্যদিকে, আব্দুল কাদের তার প্রাপ্ত ভোট ১,১০৩ শামীম হোসেন পেয়েছেন ৩,৮৮৩ ভোট এবং উমামা ফাতেমা পেয়েছেন ৩,৩৮৯ ভোট। তবে সাদিক কায়েমের বিপুল ভোট প্রাপ্তি অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে দিয়েছে।

সাদিক কায়েমের ভোট বেশি হওয়ার কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন, সাদিক কায়েমের বিপুল ভোট পাওয়ার পেছনে কয়েকটি কারণ ভূমিকা রেখেছে—

আরও পড়ুন: জাকসুর প্রচারণার শেষ দিন আজ

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগে তার শক্তিশালী সাংগঠনিক উপস্থিতি।

শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য ইশতেহার ও দীর্ঘদিনের সক্রিয় ক্যাম্পাস রাজনীতি।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল

স্বাধীন প্রার্থী হিসেবে নিরপেক্ষ ভোটারদের আস্থা অর্জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রচারণা কার্যক্রম অন্য প্রার্থীদের তুলনায় অনেক বেশি কার্যকর হওয়া।

সব মিলিয়ে, ডাকসু নির্বাচনের ভিপি পদে সাদিক কায়েমের বিপুল ভোট শিক্ষার্থীদের ব্যাপক সমর্থনের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।