আল্লাহ চাননি আমি নির্বাচিত হই, হয়তো ভালো কিছু রেখেছেন: আরিফ উল্লাহ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:৩২ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বড় জয় এসেছে। ২৫টি আসনের মধ্যে ২০টিতে বিজয়ী হয়েছেন তাদের প্রার্থীরা। তবে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে গেছেন শিবির সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহ।

ভোটের ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় আরিফ উল্লাহ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস যেখানে শিবিরকর্মীদের প্রাণ দিতে হয়েছে। অতিথি পাখি হত্যার বিচার হলেও শিবিরকর্মীদের হত্যার বিচার হয়নি। তারপরও এই প্রতিকূল বাস্তবতায় পূর্ণাঙ্গ প্যানেল উপস্থাপন করে ২০টি আসনে জয় অর্জন করায় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

আরও পড়ুন: চাকসুতে পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে জনপ্রিয়তার শীর্ষে জাবেদ

তিনি নবনির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আল্লাহ তাদের দায়িত্ব সহজ করুন। তারা যেন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করে, মতবিরোধে জড়িয়ে না গিয়ে বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপ দেন।”

ভিপি পদে নিজের পরাজয় প্রসঙ্গে আরিফ উল্লাহ বলেন, “আল্লাহ আমাকে নির্বাচিত করেননি, হয়তো আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। তবে বিজয়ী আব্দুর রশিদ জিতুর পাশে থাকব। আমার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তাকে সহায়তা করব এবং প্যানেলের অন্য সহকর্মীদেরও সহযোগিতা দিয়ে যাব।”

আরও পড়ুন: জুলাই পরবর্তী ছাত্ররাজনীতির মডেল ছাত্রশিবির : সাদিক কায়েম

তিনি আরও বলেন, আমরা এমন একটি ক্যাম্পাস চাই, যেখানে ধর্ম ও সংস্কৃতির স্বাধীন চর্চা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত প্রতিনিধিরা এ পরিবেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

জাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নিয়মিতভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের ভোটে কিছু ব্যবস্থাপনার ঘাটতি থাকলেও আগামীতে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।