শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালো ডাকসু
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি সনাতনী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের চেতনা আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের অনুপ্রাণিত করে একটি শান্তিপূর্ণ, বৈচিত্র্যময় ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে। শুভেচ্ছা বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।
আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’





