ঢাবির পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত: ‘আমাদের লাল বাস’ লাইভ ট্র্যাকিং অ্যাপ চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিবহন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর নতুন মাত্রা যুক্ত হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে চালু করা হয়েছে ‘আমাদের লাল বাস’ লাইভ ট্র্যাকিং অ্যাপ। রবিবার (১৯ অক্টোবর) চতুর্থ ধাপে অ্যাপটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, অ্যাপটি শিক্ষার্থীদের যাত্রা সহজ ও সময়সাশ্রয়ী করতে তৈরি করা হয়েছে। “আমরা চাই, শিক্ষার্থীরা যেন সময় মতো বাস ধরতে পারেন এবং অপ্রয়োজনে অপেক্ষা করতে না হয়,” বলেন তিনি।
আরও পড়ুন: জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যা: ছাত্রী বর্ষা আটক
এর আগে তিনটি ধাপে অ্যাপটির কার্যক্রম পর্যায়ক্রমে পরীক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
প্রথম ধাপে বাস কমিটির সদস্যরা অ্যাপটির প্রাথমিক ট্রায়াল পরিচালনা করেন।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকরা ঘোষণা করলেন নতুন আন্দোলন: ২০% বাড়িভাড়া দাবিতে আমরণ অনশন
দ্বিতীয় ধাপে সীমিত সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে অ্যাপ ব্যবহারের সুযোগ দেওয়া হয়।
তৃতীয় ধাপে দুইদিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে বাসচালকদের অ্যাপ ব্যবহারে দক্ষ করে তোলা হয়।
অ্যাপটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে সহজেই ডাউনলোড করা যাবে (লিংক কমেন্টে দেওয়া আছে)। ব্যবহারকালে কোনো সমস্যা দেখা দিলে ব্যবহারকারীরা কর্তৃপক্ষকে অবহিত করতে পারবেন।
তবে এখনো কিছু টেকনিক্যাল জটিলতা রয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। উদাহরণস্বরূপ, বাসে স্থায়ী ট্র্যাকার সংযুক্ত করা হয়নি—কারণ শিক্ষার্থীদের জন্য শুধু ট্রিপ চলাকালীন সময়ে বাসের অবস্থান জানা প্রয়োজন। এ কারণেই উবারের মতো “ড্রাইভার-অ্যাপ” মডেলে সিস্টেমটি তৈরি করা হয়েছে।
কিছু চালকের কাছে স্মার্টফোন না থাকায় সংশ্লিষ্ট বাসগুলোকে অন্তর্ভুক্ত করতে বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও চলছে।
আসিফ আব্দুল্লাহ বলেন, “আমরা ধীরে ধীরে সব সমস্যা সমাধান করছি। লক্ষ্য একটাই—শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য, আধুনিক ও ব্যবহারবান্ধব পরিবহন সেবা নিশ্চিত করা।”