সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘ওয়ার্ডক্যাম্প ঢাকা ২০২৫’

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৩৭ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও ওয়েব পেশাজীবীদের জন্য প্রতীক্ষিত আয়োজন ওয়ার্ডক্যাম্প ঢাকা ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে ঢাকার সেনাপ্রাঙ্গণে। প্রায় ১২৫০ জন অংশগ্রহণকারী এ মহাসম্মেলনে উপস্থিত ছিলেন, যার মধ্যে প্রায় ৩০০ জন ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট প্রোগ্রামের মাধ্যমে প্রথমবারের মতো এই আয়োজনে যুক্ত হন।

ইভেন্টটি ছিল এক অনন্য মিলনমেলা — যেখানে ১০০টিরও বেশি দেশি-বিদেশি টেক কোম্পানি অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো তাদের ওয়ার্ডপ্রেস-ভিত্তিক প্লাগইন, থিম, এবং ওয়েব সলিউশন প্রদর্শন করে। পাশাপাশি, তারা অংশগ্রহণকারীদের সঙ্গে নেটওয়ার্কিং ও কমিউনিটি বিল্ডিংয়ের সুযোগ তৈরি করে দেয়।

আরও পড়ুন: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

প্রযুক্তি অঙ্গনের পরিচিত মুখ হাসিন হায়দার, সুমিত সাহা, নিজাম উদ্দিন, মো. আশিকুজ্জামান কিরণসহ আরও অনেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করেন। সেশনগুলোতে আলোচিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সার্ভার সিকিউরিটি, পারফরম্যান্স অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস ফ্রিল্যান্সারদের গ্লোবাল মার্কেটে সফলতা, এবং ওপেন সোর্স ইকোসিস্টেমে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান।

বক্তারা উল্লেখ করেন, ওয়ার্ডপ্রেস শুধু একটি ওয়েব প্ল্যাটফর্ম নয়, এটি এখন বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য আয়ের একটি বড় ক্ষেত্র এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করার একটি সুযোগ তৈরি করেছে।

আরও পড়ুন: জাতীয় সংসদে সংঘর্ষ: পুরো ভবন ঘিরে নিরাপত্তা বাহিনী

ওয়ার্ডক্যাম্প ঢাকা ২০২৫-এর প্রধান আয়োজক আহমেদ কবির চয়ন এবং মাইনুল কবির আয়ন বলেন, দীর্ঘ ছয় বছর পর আমরা আবারও ওয়ার্ডক্যাম্প ঢাকার আয়োজন করতে পেরে সত্যিই আনন্দিত। আমাদের লক্ষ্য হচ্ছে এই ইভেন্টকে প্রতিবছর আয়োজন করা, যাতে করে বাংলাদেশের ফ্রিল্যান্সার, ডেভেলপার ও ডিজাইনাররা একত্রিত হয়ে শিখতে ও শেয়ার করতে পারেন। ভবিষ্যতে আমরা ‘ওয়ার্ডক্যাম্প বাংলাদেশ’ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মানের একটি প্রযুক্তি সম্মেলন উপহার দিতে চাই।”

আরেক আয়োজক মুহাম্মদ ইয়াসিন বলেন, আমরা চাই দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানুক এবং সক্রিয়ভাবে ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে অবদান রাখুক। ক্যাম্পাস কানেক্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা চাই তরুণরা হাতে-কলমে শেখার পাশাপাশি আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস নেটওয়ার্কের অংশ হোক।

ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিল ওয়ার্ডপ্রেসের সহ-প্রতিষ্ঠাতা ও অটোম্যাটিকের সিইও ম্যাট মালেনওয়েগের অনলাইন অংশগ্রহণ। তিনি বাংলাদেশি ওয়ার্ডপ্রেস কমিউনিটিকে অভিনন্দন জানিয়ে বলেন,

বাংলাদেশের তরুণ প্রজন্ম ওয়ার্ডপ্রেসে যেভাবে অবদান রাখছে, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমি চাই আরও বেশি শিক্ষার্থী ও উদ্যোক্তা ‘ক্যাম্পাস কানেক্ট’ প্রোগ্রামের মাধ্যমে যুক্ত হোক, যাতে ওয়ার্ডপ্রেস কমিউনিটি আরও প্রসারিত হয়।

তিনি আরও যোগ করেন, আমি বাংলাদেশে এসে এখানকার ওয়ার্ডপ্রেস কমিউনিটির সঙ্গে সরাসরি দেখা করতে আগ্রহী। বাংলাদেশের অবদান এখন বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ওয়ার্ডপ্রেস বর্তমানে বিশ্বের প্রায় ৪৩ শতাংশ ওয়েবসাইটের ভিত্তি প্রযুক্তি, এবং বাংলাদেশের শত শত ডেভেলপার, ডিজাইনার, ফ্রিল্যান্সার ও কন্ট্রিবিউটর এই গ্লোবাল ইকোসিস্টেমে অবদান রাখছেন।

ওয়ার্ডক্যাম্প ঢাকা ২০২৫ এই অবদানকে আরও গতিশীল করেছে—যেখানে নতুন প্রজন্মের তরুণরা শেখার, নেটওয়ার্কিংয়ের এবং নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে।

দিনব্যাপী এই সম্মেলনের মাধ্যমে প্রমাণ হয়েছে, বাংলাদেশ এখন আর শুধু ব্যবহারকারী নয়—বরং বৈশ্বিক ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেমে সক্রিয় অবদান রাখছে। আয়োজকরা আশাবাদী, ওয়ার্ডক্যাম্প ঢাকা প্রতিবছর আয়োজিত হলে তা বাংলাদেশের প্রযুক্তিখাতে জ্ঞান, দক্ষতা ও কমিউনিটি বিল্ডিংয়ের নতুন অধ্যায় রচনা করবে।