বেপজা অর্থনৈতিক অঞ্চলে উচ্চমানের পোশাক কারখানা স্থাপনে বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

চীনা প্রতিষ্ঠান অক্টোবর৪১২৮ (বিডি) লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে (BEPZA Economic Zone) উচ্চমানসম্পন্ন পোশাক উৎপাদনকারী একটি শিল্প কারখানা স্থাপনে ১৯.৭২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং অক্টোবর৪১২৮ (বিডি) লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দেশে জাল নোট ছড়িয়ে পড়ার গুজবে উদ্বেগ বাংলাদেশ ব্যাংকের
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চুক্তিতে বেপজার পক্ষ থেকে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ আশরাফুল কবীর এবং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তৌফিকুল আহসান স্বাক্ষর করেন।
আরও পড়ুন: ১ ও ২ টাকার কয়েন বৈধ মুদ্রা: বাংলাদেশ ব্যাংকের নতুন ঘোষণা
নতুন কারখানাটি বছরে প্রায় ৩০ লাখ পিস পোশাক উৎপাদন করবে। উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে -স্কি, স্নো স্পোর্টস, হান্টিং ও মোটর রাইডার গিয়ার, ইনসুলেটেড শীতকালীন কোট, ডাউন জ্যাকেট ও প্যান্ট, রেইন গিয়ার, ওয়ার্কওয়্যার, রানিংওয়্যার, ইয়োগাওয়্যার ও ওয়াটার স্পোর্টসওয়্যার।
এতে ২,৭৮৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগের জন্য বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বেছে নেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান এবং নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রমের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বর্তমানে অক্টোবর৪১২৮ (বিডি) লিমিটেডসহ মোট ৪৯টি শিল্পপ্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। এসব প্রতিষ্ঠানের মোট প্রস্তাবিত বিনিয়োগ প্রায় ১.০৮ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৬টি প্রতিষ্ঠান ইতোমধ্যে উৎপাদন কার্যক্রম শুরু করেছে।
ক্রমাগত উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশের কারণে বেপজা অর্থনৈতিক অঞ্চল দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ. ন. ম. ফয়জুল হক, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ. এস. এম. আনোয়ার পারভেজ, এবং অক্টোবর৪১২৮ (বিডি) লিমিটেডের প্রতিনিধিবৃন্দ।