বগুড়া ডিবি পুলিশের ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজ

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৪৩ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জসহ ০৩ জন কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। গত (১৪ই অক্টোবর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। উক্ত স্বাক্ষরিত আদেশটি গত বুধবার (১৫ অক্টোবর) বিকালে বগুড়া জেলা পুলিশের কাছে পৌঁছেছে। আদেশে স্বাক্ষর করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

উক্ত প্রত্যাহার (ক্লোজ) হওয়া কর্মকর্তারা বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার, ডিবি'র ইন্সপেক্টর রাকিব হোসেন এবং এসআই মোহাম্মদ ফজলুল হক। অফিস আদেশে বলা হয়েছে প্রশাসনিক কারণে তাদেরকে প্রত্যাহার করে আরআরএফ রাজশাহী রেঞ্জে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে। এছাড়াও তাদেরকে অদ্যই আরআরএফ রাজশাহী রেঞ্জে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, উক্ত ০৩ জন বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখার কর্মকর্তাকে প্রত্যাহার করে (ক্লোজ) রাজশাহী রেঞ্জে সংযুক্ত করার আদেশ কপি আমরা হাতে পেয়েছি। সেই আদেশ মোতাবেক তাদের পরবর্তী করণীয় বাস্তবায়ন করা হবে।