অবশেষে ঢাকা কলেজ–আইডিয়াল কলেজের ‘শান্তি চুক্তি’, আসেনি সিটি কলেজ
রাজধানীর ঐতিহ্যবাহী তিন শিক্ষা প্রতিষ্ঠান—ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে চলা এ বিরোধ নিরসনে অবশেষে উদ্যোগ নেয় নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক।
রোববার (৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘শান্তি চুক্তি’ অনুষ্ঠান। সেখানে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একে অন্যকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করে সৌহার্দ্যের প্রতীক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেন। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দেননি।
আরও পড়ুন: খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়ন নেওয়া কে এই জোবায়ের?
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হক, নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক এবং দুই কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক।
আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হক বলেন, “তিন কলেজের শিক্ষার্থীরা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও উস্কানিমূলক পোস্টের কারণে ঝগড়ায় জড়িয়ে পড়ে। খারাপ দিক বাদ দিয়ে মোবাইল ফোনের ইতিবাচক ব্যবহার করতে হবে। আজকের এই মিলন যেন অব্যাহত থাকে।”
আরও পড়ুন: পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত সব টেস্ট পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ
তিনি আরও বলেন, “ঢাকা কলেজের অধ্যক্ষের প্রতি আহ্বান জানাই—আইডিয়াল কলেজের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে এই সম্প্রীতির পরিবেশকে আরও মজবুত করুন।”
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “আজকের দিনটি আমাদের জন্য আনন্দের। অতীতে আমরা দেখেছি, তিন কলেজের শিক্ষার্থীরা একসাথে আন্দোলন করেছে, ত্রাণ বিতরণ করেছে, কিন্তু পরে নিজেরাই পরস্পরের বিরোধী হয়ে পড়েছে। এখন সময় এসেছে এই বৈরিতা ভুলে সম্প্রীতির পথে হাঁটার।”
তিনি বলেন, “আমরা চাই, ভবিষ্যতে যেন আর কোনো বিরোধ না ঘটে। যেহেতু দুই কলেজের মধ্যে সমঝোতা হয়েছে, তাই ওসি সাহেবকে মামলাটি নিষ্পত্তির অনুরোধ জানাচ্ছি।”
নিউমার্কেট থানার ওসি মাহফুজুল হক বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর দেখেছি, তুচ্ছ কারণেই এই তিন কলেজের শিক্ষার্থীরা মারামারিতে জড়িয়ে পড়ে। কারও কোনো স্পষ্ট কারণও থাকে না। পরে আমি আলোচনা করে দেখেছি, তারা নিজেরাই শান্তিতে থাকতে চায়। তাই আজকের এই উদ্যোগ। আশা করি, এই বন্ধুত্ব টিকে থাকবে।”
প্রেম, উস্কানিমূলক মন্তব্য বা তুচ্ছ বিষয় নিয়ে গত এক বছরে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে অন্তত ১৫ বার বড় ধরনের সংঘর্ষ হয়েছে। একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী সমঝোতার চেষ্টা করলেও স্থায়ী সমাধান আসেনি।
তবে এবার ‘শান্তি চুক্তি’র মাধ্যমে শিক্ষার্থীদের সহিংসতা ও বিভেদ সংস্কৃতির অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।





