ঢাবির কবি জসীম উদ্দীন হলে স্বর্ণপদক ও মেধাবৃত্তি প্রদান

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৮ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলে স্বর্ণপদক ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হলে এক শিক্ষার্থী ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক এবং নয় শিক্ষার্থী মেধাবৃত্তি অর্জন করেছেন। গতকাল ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও বৃত্তির চেক তুলে দেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস এস এম ফরহাদ এবং হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. এম আনোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন সহকারী আবাসিক শিক্ষক মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া।

আরও পড়ুন: দাবি আদায়ে শিক্ষকদের আল্টিমেটাম: আজ থেকে লাগাতার কর্মবিরতি

এ বছর ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক অর্জন করেছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন।

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন মো. রহিম মিয়া (ইতিহাস), জামিউল হাসান (ফারসি ভাষা ও সাহিত্য), ওমর ফারুক (ডেভেলপমেন্ট স্টাডিজ), মো. মিফতাহুল ইসলাম (সমাজকল্যাণ ও গবেষণা), মো. বিল্লাল হোসাইন (সমাজকল্যাণ ও গবেষণা), মাশরিকী ইসলাম (ইংরেজি), মো. রাকিবুল হাসান (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), সাঈদ মোহাম্মদ খাইরুল আযম (উর্দু), মো. মাসুম বিল্লাহ (ইসলামিক স্টাডিজ)

অনুষ্ঠানে কবি জসীম উদদীন হল সংসদের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে ২০১৮২০১৯ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৩২০২৪ ও ২০২৪২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।